লোহাগড়ায় ইতনা ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত একটি কালভার্টের পানি নিষ্কাশন পথ অচল করে দিয়েছে একশ্রেণীর সুবিধাবাদী চক্র। চেয়ারম্যানের নেই কোন দায়বদ্ধতা।

মুঠোফোনে ইতনা ইউনিয়নের চেয়ারম্যান কে কালভার্টটির পানি নিষ্কাশনের ছিদ্র অচল করার বিষয় জানতে চাইলে তিনি বলেন এই বিষয়টি আমি তেমন কিছু জানিনা।

তবে শুনেছি কে বা কাহারা চাঁদা উঠিয়ে কালভার্টটির নিচে ভেকু দিয়ে মাটি ভরাট করে পানি নিষ্কাশনের ছিদ্র বন্ধ করে দিয়েছে।

এলাকাবাসী সূত্রে আরো জানা যায় যে উক্ত এলাকার কিছু প্রভাবশালী অসাধূ ব্যক্তিবর্গ মাছ চাষের ঘের করে সুবিধা নেওয়ার জন্য কালভার্টের পানি নিষ্কাশনের ছিদ্র বন্ধ করে দিয়েছে।

এলাকাবাসীরা বলেন এটা কেমন করে করতে পারল? আমরা তো বর্ষার সময় তলিয়ে যাব ,ফসলের ক্ষেত তলিয়ে গ্রামবাসী নিঃস্ব হয়ে যাব।
○প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাহাতে দ্রুত কালভার্টটির পানি নিষ্কাশনের ছিদ্র সচল করে দিয়ে এলাকাবাসীর পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।