নড়াইলের লোহাগড়ায় পার মল্লিকুর ফসলের ক্ষেত নষ্ট করে রাস্তা মেরামত করেছে মেম্বর উজ্জ্বল ঠাকুর । নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন যে আমরা কিছু বলতে গেলে প্রভাবশালী, শক্তিশালী মেম্বর উজ্জ্বল ঠাকুরের ক্যাডার বাহিনী আমাদের উপর দাঙ্গা-হাঙ্গামা চালিয়ে শেষ করে দেবে।

একজন মুরুব্বী তিনি ও নাম বলতে অনিচ্ছুক তিনি বলেন আমার তিন শতক জমির ফসল নষ্ট করে দিয়েছে মেম্বর উজ্জ্বল ঠাকুর , আমার কাছ থেকে কোনো প্রকার অনুমতি ছাড়া ই ফসলসহ, ফসলের ক্ষেত নষ্ট করে জমির মাটি উত্তোলন করে রাস্তা মেরামত করেছে।

তিনি আরো বলেন এটা অমানবিক ও অন্যায়, আমাদের সাথে মেম্বর উজ্জ্বল ঠাকুর কাজটি ঠিক করেননি। ফসল ফলার পর কৃষক ফসল কেটে ঘরে নেওয়ার পর রাস্তা মেরামতের কাজটি করতে পারতো? রাস্তা মেরামতের সময় তো এখন নয়।

ফসলের ক্ষেত নষ্ট করে রাস্তা মেরামতের কাজ সম্পর্কে সাংবাদিকদের সাথে মেম্বর উজ্জ্বল ঠাকুরের মুঠোফোনে কথা হলে তিনি বলেন আপনাদের কাছে কে রিপোর্ট দিয়েছে? রাস্তা মেরামতের জায়গা জমি সবই তো আমাদের। তা বাদে গ্রামের সকলকে ডেকে ই কাজটি করা হয়েছে বলে জানান।

সরেজমিনে গিয়ে দেখা যায় ফসলের ক্ষেত, ফসল সহ মাটি কেটে রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করেছে মেম্বার উজ্জ্বল ঠাকুর। এলাকাবাসীরা বলেন আমাদের গ্রামে বসবাস করার মত কোন পরিবেশ নাই, কিছুদিন পূর্বে খুন-খারাবি অনেক কিছু ই হয়ে গেল।

○আমাদের মেম্বার প্রচুর শক্তিশালী। যার ই কারনে তাহারা নাম প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।