মনির খান, স্টাফ রিপোর্টারঃ নড়াইলের লোহাগড়া পৌর ভবনের ও থানার সামনে লক্ষীপাশা চৌরাস্তা থেকে লোহাগড়া বাজার ব্রিজ পর্যন্ত রাস্তারকাজ চলিতেছে, ওখানে নাম্বার ছাড়া ইটের হলুদ রংয়ের গুড়া দিয়ে রোডের কাজ চলছে।
বিষয়টি জানানোর জন্য লোহাগড়া পৌর মেয়র হাজী সৈয়দ মশিয়ুর রহমান কে মুঠোফোনে ফোন করে ও কোন প্রকার যোগাযোগ পাওয়া যায়নি।
পরে পৌর ইঞ্জিনিয়ার কে ফোন করেও পাওয়া যায়নি। পথচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দের সাথে কথা হলে তেনারা বলেন এটা কি রাস্তা হচ্ছে?
এটা কি ইটের খোয়া না অন্য কিছু? মনে হচ্ছে হলুদের গুঁড়া ছিটিয়ে রেখেছে। গত ১৮ মে ২০২২ তারিখ রাতে হলুদ রঙ্গের গুঁড়া মাটি রাস্তার কাজের জন্য ফেলা হয় এবং রোলার দিয়ে ডলার পর হলুদ রংয়ের গুড়ার ধুলায় মানুষ চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসী বলেন পৌর ভবনের সামনে প্রশাসনের নাকের ডগায় এ কেমন রাস্তা হচ্ছে এমন ধরনের নিম্নমানের কাজ যদি লোহাগড়া পৌরসভার প্রাণকেন্দ্রে হয় তাহলে পৌর এলাকার আশেপাশে কেমন হতে পারে?
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।