নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের সাবেক নায়েব মোঃ হায়দার আলী”মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব বর্ষের অঙ্গীকার অসহায় ভুমিহীনদের সরকারি গুচ্ছ গ্রামের ঘর দেওয়ার নাম বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের সাবেক নায়েব মোঃ হায়দার আলী”মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব বর্ষের অঙ্গীকার অসহায় ভুমিহীনদের সরকারি গুচ্ছ গ্রামের ঘর দেওয়ার নাম বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়,লক্ষীপাশা ইউনিয়নে গত এক বছর আগে নায়েব হিসাবে কর্মরত ছিলেন মোঃ হায়দার আলী, মাননীয় প্রধানমন্ত্রীর আদেশ মোতাবেক উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঝিকড়া গ্রামে খাস জমির ওপরে ২০ টা ঘরের বরাদ্দ পায়। তার মধ্যে ১৪ টা ঘর বিভিন্ন অসহায় ভুমিহীনদের দলিল করে দেওয়া হয়েছে।

এরমধ্যে বাকি ৬টা ঘর দলিল করে দেওয়া হয় নাই এই সুযোগে লক্ষীপাশা ইউনিয়নের সুচতুর নায়েব হায়দার আলী ৪ জনের নিকট থেকে প্রধানমন্ত্রীর ওই ঘর দেওয়ার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

ভুক্তভোগী ময়না বেগম,পিতা: গফফার খাঁ গ্রাম আমাদা তার থেকে ঘর দেওয়ার কথা বলে নায়েব মোঃ হায়দার ২০ হাজার টাকা,আমেনা পিতা: কাবেদ সরদার গ্রাম আমাদা তার থেকে ১৬ হাজার ৫০০ টাকা, রহিম পিতা:রাজ্জাক শেখ, গ্রাম নোয়াপাড়া ২০ হাজার টাকা, এবং কহিনুর বেগম, পিতা: বাবন শেখ এর থেকে ২০ হাজার টাকা নিয়েছেন। পক্ষান্তরে নায়েব হায়দার তাদের নামে কোন ঘর বরাদ্দ দেন নাই।

ভুক্তভোগীদের নয় ছয় করে ঘুরিয়ে বেড়াচ্ছেন। ভুক্তভোগীরা সাংবাদিকদের বলেন আমরা মাসিক সুদে করে টাকা এনে ঘর পাওয়ার জন্য নায়েব হায়দার কে দিয়েছি। এসময় তারা আরও বলেন হঠাৎ করে নায়েব হায়দার বদলী হওয়ায় সে এখন আমাদের ধরা ছুঁয়ার বাইরে রয়েছে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিলো গৃহহীনদের বিনা মূল্যে ঘর দিবেন সেখানে নায়েব হায়দার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে কলংষ্কের কালিমা লেপন করেছে এবং সরকারি আদেশ অমান্য করে তিনি অসহায় ভুমিহীনদের থেকে অবৈধভাবে টাকা নিয়েছেন।

এই ঘরের বিষয় নিয়ে নায়েব মোঃ হায়দার আলী”র সাথে কথা বলে তার বক্তব্য চাইলে তিনি বলেন আমি আপনাকে ক্যামেরায় কোনো বক্তব্য নিবো না তখন টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন টাকা নেওয়া হয় নাই, আপনি ওখনে গিয়ে জানেন, আর আপনি নিউজ করবেন করেন।

এসময়ে সাংবাদিক মো: আজিজুর বিশ্বাস, এর গোপন ক্যামেরায় নায়েব হায়দার আলী”র কথা ভিডিও ধারণ করা হয়েছে।

এবিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলীনা পারভীন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি এরকম কোনো অভিযোগ পাই নাই, আর ঘর দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে টাকা নেওয়ার কোনো সুযোগ নাই অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।