হতদরিদ্র পরিবারের সন্তান রাসেল। মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাত মাসের মাথায় তার হার্ড ফুটো হয়েছে বলে জানান চিকিৎসকরা।

এ কারণে মাত্র সাত মাস বয়সী এই শিশু এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

চিকিৎসার ব্যায়ভার বহন করতে গিয়ে পিতা জুরান শেখ সহায় সম্বল হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। জুরান শেখের বাড়ি নগরীর মতিহার থানা এলাকার ডাসমারী গ্রামে।

জুরান শেখ জানান, তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। শিশু সন্তানের চিকিৎসা করাতে গিয়ে জমানো টাকা ও সহায় সম্বল হারিয়েছেন তিনি। তারপরও ছেলেকে সুস্থ করে তুলতে পারেননি।

টাকার অভাবে শিশু সন্তান রাসেলের চিকিৎসাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে। তাকে সুস্থ করে তুলতে এখনও অনেক টাকার প্রয়োজন।

তাই অসহায় বাবা জুরান শেখ ছেলেকে সুস্থ করে তুলতে ও চিকিৎসার ব্যায়ভার মেটাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।