নিখোঁজ সংবাদ ইসমত আরা (২০), পিতা-ইসহাক মাতুব্বর, মাতা-রাজিয়া বেগম, সাং-কাওলিকান্দা সালথা, থানা-সালথা, জেলা-ফরিদপুর গত ইং ১৪/১২/২১ তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় তার নানা মোঃ আবুল কাশেম, পিতা-মৃত মদন মাতুব্বর, সাং-কাওলিকান্দা সালথা, থানা-সালথা, জেলা-ফরিদপুর এর বাড়ীর সামনে রাস্তায় হাটতে বের হয়। পরবর্তীতে সে বাড়ীতে ফিরে না আসায় তাকে সালথা বাজারসহ আশে পাশের বিভিন্নস্থানে খোজাখোজি করে তার কোন সন্ধান পাওয়া যায় নাই। সে একজন মানসিক প্রতিবন্ধী। সে মোবাইল ফোন ব্যবহার করে না।

নিখোজ ব্যক্তির বর্ণনা ঃ-
১। ইসমত আরা (২০)
গায়ের রং-উজ্জল শ্যামলা,
উচ্চতা অনুমান ৫.২” ফুট,
মুখমন্ডল- গোলাকার, স্বাস্থ্য ভালো,
পরনে- লাল কালারের স্যালোয়ার কামিজ,
ভাষা-সে শুধু তার নাম-ঠিকানা বলতে পারে।

যদি কোন ব্যক্তি উক্ত ব্যক্তির সন্ধান পান তাহলে সালথা থানা, ফরিদপুর, মোবাঃ ০১৩২০০৯৭৫৬৭ তে যোগাযোগের জন্য অনুরোধ করা হল।