বহুল আলোচিত ২০১১ সালে বগুড়া জেলার শাহজাহানপুর থানা এলাকার ০৫ বছর বয়সী এক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত দীর্ঘ ১২ বছর যাবৎ পলাতক কুখ্যাত খুনী মোঃ আব্দুল খালেক (৫২)’কে নরসিংদী জেলার মাধবদী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

নরসিংদী জেলার মাধবদী এলাকা হতে বহুল আলোচিত ২০১১ সালে বগুড়া জেলার শাহাজাহানপুর থানা এলাকার ০৫ বছর বয়সী এক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত দীর্ঘ ১২ বছর যাবৎ পলাতক কুখ্যাত খুনী ১। মোঃ আব্দুল খালেক (৫২), পিতা-মৃত অছিম উদ্দিন, সাং-ক্ষুদ্র কুষ্টিয়া, থানা-শাহজাহানপুর, জেলা-বগুড়া’কে গত ০৯/০৪/২০২৩ তারিখ ১৬৩০ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, পারিবারিক বিরোধের জেরে ২০১১ সালের ২৩ আগস্ট বগুড়া জেলার শাহজাহানপুর থানার চুপিনগর এলাকার মাহবুবুর রহমানের ৫ বছর বয়সী ছেলে শিশুকে হত্যার পর লাশ গুম করে ফেলা হয়। ঘটনার পাঁচ দিন পর প্রতিবেশী খলিলের বাড়ির সেপটিক ট্যাংকি হতে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে শিশুটির বাবা মাহবুবুর রহমান বাদী হয়ে শাহজাহানপুর থানায় ধৃত আসামিসহ মোট ০৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই ধৃত আসামি দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছে। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত গত ১৩/০২/২০২৩ তারিখ ধৃত আসামি এবং উক্ত মামলার অপর আসামি আব্দুল মাজেদ’কে মৃত্যুদন্ড প্রদান করেন। এছাড়াও এই মামলার আরেক আসামি আব্দুর রাজ্জাক’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।