যখন পড়াশোনা করতে একদমই ইচ্ছে করে না, তখন উচিত ‘পড়াশোনা’কে ছুটি দেয়া…
মূল উত্তর দেয়া হয়ে গিয়েছে, তখন বোনাস পর্ব; নড়েচড়ে বসুন…
- যখন পড়াশোনা’য় মন বসবে না; তখন আগে খেয়াল করুন আপনি ক্লান্ত কি না কিংবা আপনার মনোযোগ অন্য কোথাও কি না; উত্তর ‘হ্যাঁ’ হয়ে থাকলে,
১. পায়চারী করুন ৫ মিনিট;
২. চোখে-মুখে পানি দিয়ে আসুন;
৩. ফাটা গলায় একটা গান ধরুন;
৪. সকল ডিভাইস সরিয়ে রাখুন;
৫. ৩ বার লাফ দিন (যতোটা উঁচুতে উঠা সম্ভব);
৬. টেবিল গুছিয়ে নিজের টার্গেটের বই খুলোন;
৭. ‘রাব্বি জিদলি ইলমা’ পড়ে পড়া শুরু করুন…
আরও স্ক্রল করছেন কেনো!?
আপনাকে না পড়তে বসতে পাঠালাম!
পড়ায় কি একদমই মন বসছে না? মন অন্য কিছু চাচ্ছে?
আচ্ছা, কী আর করার! আগে মন’কে তৃপ্ত করুন…
মনের বিরুদ্ধে কখনোই কিছু করবেন না, হিতে বিপরীত হবে…
আপনি সম্ভবত সময়টা কাজে লাগাতে চাচ্ছেন, রাইট?
তাহলে আসেন একসাথে কাজে লাগাই…
- ১. আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুনঃ
আপনার আব্বু-আম্মু ভাবতে পারে আপনি পড়তে পড়তে পাগল হয়ে গেছেন; কিংবা আপনার দুষ্টু কোনো ভাই-বোন থাকলে ডিরেক্ট বলেই ফেলবে, “কী রে ভাইয়া? আয়নার কি রে এতো! প্রেমে পড়েছিস নাকি?”
যে যা’ই বলুক, কথা কানে না তুলে নিজের সামনে রাখা আয়নায় মনোযোগ দিন; দেখুন যে কথা বলা, কবিতা আবৃত্তি, গান গাওয়া, ফোনে কথা বলা কিংবা মন খারাপ করে থাকলে আপনার চেহারা কেমন হয়? আপনার ফেসিয়াল এক্সপ্রেশন কেমন? আপনি নিজের এমন এক্সপ্রেশন পছন্দ করেন কি না? যদি নিজেকে আপনার পছন্দ হয়ে যায়, তাহলে আরও একবার নিজের প্রেমে পড়ুন এবং মন কাড়া একটা হাসি দিন…
আচ্ছা, আপনার হাসিটা সুন্দর তো? জানাবেন আমায়…
ওয়েট, আপনি কি আপনার ফেসিয়াল এক্সপ্রেশন পর্যবেক্ষণ করে এমন কিছু পেয়েছেন যেটা আপনার ভালো লাগে নি? জলদি এই ব্যাপারটা ঠিক করুন, দেখুন আপনার এক্সপ্রেশন বা রিয়্যাকশন কেমন হলে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে…
যা’ই বলেন, পড়ার টেবিল ছেড়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে পড়াশোনা করলে লস নেই কিন্তু…
- ২. সেলফ ভিডিও মেকিংঃ
আপনার ফোন’টা এন্ড্রয়েড নাকি আইফোন? ক্যামেরা আছে তো নাকি? অথবা ল্যাপটপে ওয়েব ক্যাম আছে না? ভিডিও রেকর্ড করা যায় তো, নাকি?
গুড; যখন আপনার একদম পড়তে ইচ্ছা হচ্ছে না, আপনি বই খাতা বন্ধ করে, শান্ত হয়ে ৫ মিনিট বসুন… আপনার দিনটা কেমন কাটলো, আপনার কোন টিচারকে আপনার ভালো লাগে, কোন ক্লাসে বেশি মজা করেন, আপনার প্রিয় বন্ধু/বান্ধবী/শিক্ষক/ব্যক্তি যেকোনো একজনকে নিয়ে ভাবুন…
একটা টপিক বাছাই করুন…
এবার ক্যামেরা অন করে ৩ মিনিটের একটা ভিডিও বানান, যেটাতে আপনি আপনার পছন্দের টপিক নিয়ে বলবেন…
বলা শেষ?
এবার লজ্জামাখা হাসি দেয়ার প্রস্তুতি নিয়ে ভিডিওটা প্লে করুন… দেখুন তো আপনি কিভাবে কথা বলেন, উপস্থাপনা করেন? পছন্দ হয়?
না হলে, সমস্যা নেই; উচ্চারণ ঠিক করুন; ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও বানানো কন্টিনিউ করুন…
৫০টা ভিডিও বানানোর পর দেখবেন, আপনি অনেক স্বাচ্ছ্যন্দ্যে ক্যামেরা সামনে রেখে কথা বলতে পারছেন; পড়াশোনা’কে ছুটি দিয়ে আপনি এটা ট্রাই করতেই পারেন; লস হবে না…
- ৩. গান, কবিতা, অঙ্কন, নাচঃ
আপনি কি এইগুলোর কোনো একটা পারেন? চর্চা করুন, যখন পড়তে ভালো লাগবে না তখন যত্ন করে এগুলো চর্চা করুন; নিজের পারফম্যান্সে নিজেরই শান্তি লাগবে…
- ৪. ইউটিউবিংঃ
আজ আপনি ফিজিক্সের নতুন কিছু শিখেছেন? ক্যামেস্ট্রির পর্যায়সারণী বা বিক্রিয়া নিয়ে নতুন কিছু জেনেছেন? একটা অংক আপনি সুন্দর করে সলভ করতে পারেন? বাংলা বইয়ের কবিতা বা পাঠ কিংবা ব্যাকরণে ভালো দখল আছে? ইংরেজিতে ভালো কিছু শিখেছেন?
ক্যামেরা অন করুন, নিজের খাতায় লিখুন আর ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিন…
অথবা বাবা’কে বলে ৫০০৳ খরচ করে একটা হোয়াইট বোর্ড নিয়ে এসে প্রতিদিন যা শিখবেন তা সবাইকে শিখাতে ভিডিও করে ফেলবেন…
ভিডিওতে ভিউ/লাইক কতো সেটা নিয়ে মাথা ঘামাবেন না… আপনার উদ্দেশ্য শুধু সময় কাটাতে ভিডিও করা; এতে বোনাস হিসেবে আপনি পাবেন আপনার টেক্সটবুকের ক্লিয়ার কন্সেপ্ট আর উপস্থাপনা করার ক্ষমতা…
- ৫. রুবিক্স কিউব / দাবা / ষোল গুটি / ব্রেন গেমসঃ
আপনার যখন পড়াশোনা করতে ইচ্ছেই করছে না, এগুলোকে আধাঘন্টা সময় দিন, ফুরফুরে লাগবে…
- ৬. বই পড়া/মুভি দেখাঃ
নিজের পাঠ্যবই গুছিয়ে রেখে সাহিত্যের দিকে নজর দিতে পারেন… উপন্যাস-গল্প পড়লে আপনার সময় ভালো কাটবে; মুভিও দেখতে পারেন… কোন বই পড়বেন, কী মুভি দেখবেন সেটার জন্য গুগল মামা’র সাহায্য নিতে পারেন; অথবা কোরা’তেই প্রশ্ন জুড়ে বসুন; সুন্দর সুন্দর লিস্ট পেয়ে যাবেন…
বাই দ্যা ওয়ে, বই পড়া বা মুভি দেখার সময় আপনার আম্মু বকা দিলে বলবেন “বড় ভাই বলেছে এটা করতে, নাহলে নাকি আমি জিপিএ-৫.০০ পাবো না” -_-
- ৭. কম্পিউটার ও তার ভাষা নিয়ে হুলুস্থুল করাঃ
আপনার ঘরে ল্যাপটপ ডেক্সটপ কিছু আছে? মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্ট নিয়ে নাড়াচাড়া করুন; হুদাই গেমস খেলে সময় নষ্ট করবেন না… আপনি চাইলে কিন্তু কম্পিউটারের ভাষাও শিখতে পারেন; সি/সি++ ভাষা শিখে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর দিকে উঁকি দিতে পারেন…
- ৮. রান্নাঘরে ঢুঁ মারুনঃ
টুকটাক রান্না শিখে রাখতে পারেন… প্রয়োজনে চা-কফি-নুডুলস বানান শিখে রাখুন… পড়াশোনা করতে ইচ্ছে না হলে কিছু একটা রান্না করে খেয়ে নিবেন…
- ৯. ধর্ম-কর্ম-তন্ত্র-মন্ত্র নিয়ে ঘাটাঘাটি করতে পারেনঃ
আপনি যে ধর্মের অনুসারী সে ধর্মের বিস্তারিত কিছু জানার চেষ্টা করতে পারেন… যখন পড়াশোনা করতে ইচ্ছে করছে না, তখন সৃষ্টিকর্তা’র সাথে আড্ডা দিতে পারেন…
- ১০. ঘুমানোঃ
জীবনের সকল সমস্যার সমাধান হলো ঘুম… বিশ্বাস করুন, আপনার পড়তে ইচ্ছে না হলে ঘুমানোর চেষ্টা করতে পারেন; দেখবেন, পৃথিবী বদলে গেছে…
কংগ্রেচুলেশন্স, আপনার ধৈর্য্য অনেক, আপনি পুরো উত্তরটা পড়তে পেরেছেন;
ইনশাআল্লাহ আপনি ভবিষ্যতে উন্নতি করবেন…
অলস বসে থাকবেন না ,আর জোর করে কিছু করবেন না…
আপনার জন্য শুভকামনা…
বি.দ্র. সকল ছবি সংগৃহীত
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।