পৃথিবীর ইতিহাস ও পৃথিবীর অজানা রহস্য নিয়ে গবেষণা করলে আপনি অবাক হয়ে যাবেন এই পৃথিবীর মানচিত্র লুকিয়ে আছে নানান রহস্য কাহিনী / রহস্য গল্প । পাবেন নানান অবাক পৃথিবীর অনেক জানা অজানা তথ্য।

অন্যান্য অজানা তথ্য ও রহস্য
আমরা যখন জন্ম গ্রহন করি তখন আমাদের দেহে হাড় থাকে ৩০০টি। ১৮ বছর হতে হতে শরীরের পরিবর্তনের ফলে বিভিন্ন হাড় সংযুক্ত আমাদের হাড়ের পরিমান দাড়ায় ২০৬-এ গিয়ে।

কম্পিউটারে কপি-পেস্ট বর্তমানে একটি খুবই সাধারণ এবং পরিচিত একটি ফিচার। কিন্তু আপনি কি জানেন যে এটি আগে থেকেই কম্পিউটারে ছিল না? এটি আমেরিকার একজন কম্পিউটার ওয়ার্কার ল্যারি টেসলার আবিষ্কার করে।

আমরা সবাই স্বপ্ন দেখি। কিন্তু আমরা সবাই জানি আমাদের স্বপ্ন সত্যি হয় না৷ কিন্তু স্বপ্নে আমরা যা দেখি তার একটি জিনিস সবসময় সত্যি হয় আর তা হলো মানুষের চেহারা। কারণ আমাদের ব্রেন নতুন কোনো মানুষের চেহারা তৈরি করতে পারে না। তাই আমরা স্বপ্নে যাদের দেখি তাদের আমরা কোথাও না কোথাও নিশ্চয়ই দেখেছি।

আমরা জানি পেঁচা অন্ধকারে অনেক ভালো দেখতে পায় কিন্তু চিতা এমন একটি প্রাণী যা গভীরতম অন্ধকারে সব দেখতে পায়।