✬ অক্টোপাসের দেহে তিনটি হৃদপিণ্ড আছে।
✬ প্রজাপতির চোখের সংখ্যা ১২ হাজার।
✬ এ মাত্র যিনি কলা খেলেন তার প্রতি মশার আকর্ষণ বেশী ।
✬ এক কাপ কফিতে ১০০-এরও বেশি রাসায়নিক পদার্থ আছে।
✬ এক পাউন্ড বিশুদ্ধ তুলা থেকে ৩৩ হাজার মাইল লম্বা সুতা তৈরি সম্ভব ।
✬ গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না
✬ চোখ খোলা রেখে ব্যাঙ কোন কিছু গিলতে পারে না।
✬ জলের হাতি বা জলহস্তি জলের নিচে ৩০ মিনিট দম বন্ধ করে থাকতে পারে।
✬ডিমের খোসার সাথে যেনো কুসুম না লেগে যায় তাই মুরগী দিনে ৫০ বার তার ডিমকে উল্টে দেয়।
✬ গড়ে একজন মানুষের চোখ বছরে ৪২লাখ বার পলক ফেলে।
✬ তোমার মতোই শিম্পাঞ্জিরাও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে।
✬ শামুক পা দিয়ে নি:শ্বাস নেয়। শামুকের নাক চারটি ।
✬ পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরের চেয়ে বেশী।
✬ সামুদ্রিক প্রাণী হাঙ্গরের কোনো ধরনের রোগ ব্যাধি হয়না।
✬ পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারেনা।
✬ পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান উচ্চতা হবে।
✬ পৃথিবীতে যত লিপস্টিক আছে, তার বেশির ভাগই তৈরি হয় মাছের আঁশ দিয়ে।
✬ আপেল খেতে যতই স্বাদ লাগুক, আপেলের ৮৪ ভাগই জল।
✬ চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার দিতে পারে।
✬ পিউমিস (Pumice) পৃথিবীর এক মাত্র পাথর যা পানির উপরে ভাসে।
✬ মানবদেহের মোট হাড়ের ১/৪ অংশ পায়ে অবস্থিত।
✬ মৌমাছির চোখ পাঁচটি।
✬ ইউরেনাস এবং নেপচুনে ডায়মন্ড বৃষ্টি হয়।
✬ মশার দাঁত ৪৭ টি।
✬ যখন চাঁদ সরাসরি মাথার উপর, তখন আপনার ওজন সবচেয়ে কম।
✬ শরীরের পেছন দিক দিয়েও নিঃশ্বাস নিতে পারে কচ্ছপ।
✬ হাতি একমাত্র স্তন্যপায়ী, যারা লাফ দিতে পারে না।
✬ বয়স বাড়ার সাথে সাথে চোখের রঙ হালকা হয়ে যায়।
✬ এশিয়ার একমাত্র খিষ্টান দেশ ফিলিপাইন।
✬ হাতের নখ, পায়ের নখের চেয়ে চারগুন দ্রুত বাড়ে।
✬ প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রে ৬জন সতেরোতে পা দেয়।
✬ একজন ব্যক্তি গড়ে প্রতিদিন এক গ্যালনের এক চতুর্থাংশ শ্লেষ্মা গিলে ফেলে।
✬ প্রশান্ত মহাসাগরে এমন একটি আবর্জনার স্তুপ ঘূর্ণায়মান আছে যার আকার টেক্সাসের সমান।