ভালোবাসায় একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। দু’টি মানুষ একে অন্যের সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করার সাহস পায়। কিন্তু সম্পর্কের মধ্যে থেকে যদি এই ‘ভালোবাসা’ হারিয়ে যায় তবে তৈরি হয় সমস্যা। একটি সম্পর্কের ভিত হলো ভালোবাসা। ভালোবাসা হারিয়ে গেলে একসময় এই মধুর সম্পর্ক বিচ্ছেদের দিকে চলে যায়।
বিচ্ছেদ হলেও চলে যায় মানুষের জীবন। আর এভাবেই চলছে আমাদের পৃথিবী। এদিকে গবেষণা বলছে, সম্পর্কের ভাঙ্গন পুরুষদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি নেতিবাচক প্রভাব ফেলে শারীরিক স্বাস্থ্যের উপরেও।
হার্ভার্ডের ১ লাখ ২৭ হাজার ৫৪৫ জনের উপর করা একটি গবেষণায় জানা গেছে, বিবাহিত পুরুষদের স্বাস্থ্য অবিবাহিত, বিপত্নীক বা বিবাহবিচ্ছিন্ন পুরুষদের থেকে বেশি ভালো। এমনকি গবেষণায় এও দাবি করা হয়েছে, যে জীবন সঙ্গী রয়েছেন এমন পুরুষ জীবন সঙ্গীহীন পুরুষদের থেকে বেশি দিন বাঁচেন।
গবেষকদের দাবি, যেসব পুরুষ কোনো সঙ্গী ছাড়াই জীবন অতিবাহিত করেন তাদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা প্রায় ৮২ শতাংশ বেশি। অবিবাহিত, বিবাহবিচ্ছিন্ন ও বিপত্নীক পুরুষদের মধ্যে সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার অভাব, ধূমপান ও মদ্যপানের মতো সমস্যা বেশি দেখা যায় বলেও মত গবেষকদের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।