নিউজ ডেস্ক:-
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ইংরেজি বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের স্নাতকোত্তর বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ সোমবার (২২ নভেম্বর ২০২১) বেলা ১১ ঘটিকায় কবি হেয়াদ মামুদ ভবনের ইংরেজি বিভাগের গ্যালারী রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাননীয় উপাচার্য ড. হাসিবুর রশিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য ড.সরিফা সালোয়া ডিনা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আলী রায়হান সরকার, সহকারী অধ্যাপক জিনাত শারমিন, সহকারী অধ্যাপক আসিফ আল মতিন, সহকারী অধ্যাপক কাশফিয়া ইয়াসমিন অনা, প্রভাষক ফাহমিদা রহমান এবং প্রভাষক মৌটুসী রয় অনুপস্থিত থাকলেও তাঁর লিখিত বক্তব্য প্রেরণ করেছিলেন।
অনুষ্ঠানে শিক্ষক মহোদয়গন বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন, এবং দেশের কল্যাণে শিক্ষার্থীদের আত্মনিয়োগ করতে বলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।