মোঃ এনামুল হক লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) কমিটির অনুমোদন দিলেন।নড়াইল আরজেএফ জেলা কমিটির সভাপতি মোঃ সাজ্জাদ আলম খান সজল এবং সাধারন সম্পাদক স্বপন কুমার দাস অনুমোদন স্বাক্ষর করলেন। উপস্থিত ছিলেন জেলা কমিটির দপ্তর সম্পাদকঃ এস কে সুজায়,মহিলা বিষয়ক সম্পাদকঃ সোহানা পারভীন জনি,সাধারন পরিষদ সদস্য মোঃ আবু তাহের, মোঃ রাজু খান। লোহাগড়া উপজেলা আরজেএফ কমিটিরঃ সভাপতি মোঃ এনামুল হক ।

সাঃসম্পাদক মোঃ ইমরুল হাসান। সহ সভাপতিঃ কাজী ছিদ্দিকুর রহমান। সহ সাঃ সম্পাদকঃ মোঃ মিলন মোল্যা। সাংগঠনিক সম্পাদকঃ মোঃ শাহীনুল আলম। সহ সাংঠনিক সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী। প্রচার সম্পাদকঃ রহমাত-ই-খোদা। কোষাধ্যক্ষঃ মোঃ এনামুল ইসলাম। মহিলা বিষয়ক সম্পাদকঃ সাথী বেগম। অদ্য ৮/৮/২০২১ ইং তারিখ রোজ রবিবার আরজেএফ জেলা কমিটির সভাপতি এবং সাঃসম্পাদক সাহেব ২ বছরের জন্য কমিটির অনুমোদন স্বাক্ষরিত করলেন।

লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) কমিটির অনুমোদন পেয়ে ৯ জন সাংবাদিকবৃন্দ নড়াইল জেলার সভাপতি এবং সাধারন সম্পাদক কে ধন্যবাদ সহ অভিনন্দন জানান। রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) লোহাগড়া উপজেলা কমিটির সভাপতি সাংবাদিকঃ মোঃ এনামুল হক সাঃসম্পাদক সাংবাদিকঃ মোঃ ইমরুল হাসান। ছবিযুক্ত করা হল।

লোহাগড়া উপজেলা কমিটির সভাপতি এবং সাঃ সম্পাদক, নড়াইল জেলা কমিটির সভাপতি এবং সাঃসম্পাদক সহ লোহাগড়া উপজেলার নতুন কমিটির সকল সাংবাদিকদের জানায় লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। সত্য পথের পথচলা এবং অন্যায়ের পথে কলমে চলবে। এটাই সাহসী সাংবাদিকদের যোদ্ধা। এটাই প্রত্যাশা এবং শুভ হোক যাত্রাপথ এই কামনা করেন।