রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা শনিবার সকালে (২০ মার্চ ২০২১) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, তোপখানা রোড, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও আরজেএফ’র ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহাজোটের অন্যতম শরীক দল বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান  আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সফল সংগঠক হিসাবে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আলম খান সজলকে।

উদ্বোধক হিসেবে ছিলেন, সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ নবী নেওয়াজ। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বিশেষ অতিথি ছিলেন, মাইটিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. শাহিদা রহমান রিংকু, সাপ্তাহিক নয়া পদক্ষেপের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ ইনসুর আলী, ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মাসুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী বলেন, আরজেএফ বিগত ১৩ বছর মানবাধিকার, সাংবাদিকদের পেশাগত মানোন্নায়ন ও তৃণমূল গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে নানামূখী কর্মসুচি পালন করেছে। আমি আশা করবো আরজেএফ আগামী দিনেও দেশ ও মানব কল্যাণে অতীতের মত কাজ অব্যহত রাখবে।
প্রধান আলোচক লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, আরজেএফ তার কর্মের মাধ্যমে ইতোমধ্যেই দেশব্যাপী পরিচিতি লাভ করেছে। আরজেএফ গণমাধ্যম কর্মীদের কল্যাণে ইতিবচক কর্মসূচি পালন করে প্রশংসিতও হয়েছে। তাদের এমন কর্মকা- ভবিষ্যতেও চলতে থাকবে এই আমার প্রত্যাশা।
এসময় বক্তব্য রাখেন, এফবিজেও’র স্থায়ী পরিষদ চেয়ারম্যান লায়ন মোঃ নুরুল ইসলাম, আরজেএফ’র স্থায়ী পরিষদ সদস্য মঞ্জুর হোসেন ঈসা, প্রতিষ্ঠাতা সি: ভাইস চেয়ারম্যান নজির আহম্মদ, ভাইস চেয়ারম্যান সালাম মাহমুদ,অর্থ সম্পাদক সৈয়দ আল-আমিন হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক কবি মাহবুব আরা দুলু, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ধর্ম সম্পাদক অধ্যক্ষ ছিদ্দিকুর রহমান আজাদী, মহিলা সম্পাদিকা উর্মি রহমান, বন ও পরিবেশ সম্পাদক রেজাউল ইসলাম, মানবাধিকার সম্পাদক এনামুল হক নাঈম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাসুদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল শিকদার, সহ-স্বাস্থ্য সম্পাদক আইয়ুব আনসারী, কার্যকরী সদস্য শাহদাত হোসেন শাহিন, এফবিজেও’র প্রধান সমন্বয়কারী মোঃ শামছুল আলম, আরজেএফ’র জাতীয় পরিষদ সদস্য ওবায়েদুর রহমান সাইদ, মোঃ ছানাউল্যাহ, সাধারণ পরিষদ সদস্য এরফান আলী বিপ্লব, যশোর জেলার আহ্বায়ক সুমন চক্রবর্তী, তেজগাঁও প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফারুখ হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।