সিলেটের হবিগঞ্জে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ জানুয়ারী সকাল ১১ ঘটিকার সময় প্রথম পর্ব অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধের সদর দপ্তর, তেলিয়াপাড়া, মাধবপুর। আনুষ্ঠানের শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে শ্রদ্ধা জ্ঞাপন ও শপথ বাক্য পাঠ করা হয়। এতে মুক্তিযুদ্ধের চেতনায় সর্বস্তরের সাংবাদিকদের কে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান, ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডেন্টাল পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট ও হবিগঞ্জ জেলা সমন্বয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আব্দুর রব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসান শামীম তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল নোমান, সিঃ ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল কাদির কাজল, অর্থ সচিব মোঃ মহসিন মিয়া,সম্মনিত সদস্য এস চাঙমা সত্যজিদ এম আই মনির,রোমান সারোয়ার,সিরাজুল ইসলাম এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।