মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতি পুরষ্কারপ্রাপ্ত ও প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে রোজিনা ইসলামের উপর এ অতর্কিত ও ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২০ মে) সকাল ১০ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ কর্মসূচি পালিত হয়। ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব ও প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, সাধারণ সম্পাদক আতাউল রহমান, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম, ফারুক ইফতেখার সুমন, ইত্তেফাক প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, দৈনিক সংবাদ প্রতিনিধি রেজাউল করিম বিপ্লব, অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের পাতার প্রতিনিধি মো. হাবিব, ঢাকা প্রতিদিন প্রতিনিধি উবায়দুল্লাহ রুমি ও প্রথম আলো বন্ধুসভার সদস্য সচিব জাহিদ হাসান, সদস্য রেজাউল করিম রাজু, ইশতিয়াক আহমেদ ইসহাক, হুমায়ুন কবির, মো. ফারুক, শাহরিয়ার আলম আকাশ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রোজিনা ইসলাম মেধাবী, সৃজনশীল ও তথ্যবহুল লেখনী দিয়ে দেশের প্রতি অনেক অবদান রেখেছেন। এ গুণী সাংবাদিকের সাথে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তারা নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছেন। স্বাধীন দেশে এটা মোটেই কাম্য নয়। তাঁরা আরো বলেন, স্বাস্থ্য বিভাগের দুর্নীতি আড়াল করতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাজানো মামলায় রেজিনা ইসলাম কে ফাঁসানো হয়েছে। অবিলম্বে প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
মো. ইসহাক
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
০১৯১০২০৭৪৫৪
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।