গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০মে ২০২১ সোমবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব কার্যালয় সামাজিক দূরত্ব বজায় রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ সহ ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী শ্রেনীর উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি, আয়নাল ইসলাম, অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের শেষে মোনাজাতে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সহ সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রেহাই পেতে মহান আল্লাহতালার কৃপা কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক ভোরের অপেক্ষা পত্রিকার গফরগাঁও প্রতিনিধি, মাওলানা এমদাদুল হক। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।