গাইবান্ধায় সাংবাদিকের ওপর হামলা

 

মো:শামসুর রহমান হৃদয়,গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় সাংবাদিকের ওপর হামলা। গাইবান্ধায় বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিক সুমন মন্ডলের ওপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ জুয়াড়িচক্র। হামলাকারীরা তাকে বেদম মারপিট করে আহত করে। গুরুতর আহত ওই সাংবাদিককে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুমন মন্ডল জানান, জুয়াড়ি ও তাদের আসর সম্পর্কে সংবাদ প্রকাশ করায় তাকে মারপিট করা হয়। সুমন রংপুর সংবাদ ও দৈনিক জাগো জনতার জেলা প্রতিনিধি এবং অনলাইন একটি টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি।

প্রত্যক্ষদশীরা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সুমন মন্ডল গাইবান্ধা সদর উপজেলার বালুয়া গ্রামের বাড়ি থেকে গাইবান্ধা শহরে আসার সময় চার জুয়াড়ি তার মোটরসাইকেল আটকে প্রকাশ্যে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। তারা তার মোটরসাইকেল ভাঙচুর করে। আহত সুমন অভিযোগ করেন, জুয়াড়ি লিটন, নাজমুল, সেলিমসহ কয়েকজন এ ঘটনা ঘটায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, তিনি ঘটনার কথা শুনেছেন। মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে।