চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সাংবাদিক সমাবেশ হয়েছে। শুক্রবার সকালে হাজীগঞ্জ বাজারে একটি হোটেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর প্রেসক্লাব এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।

সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত। সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ ও শাহরাস্তি থানার ওসি আবদুল মান্নান।

সভার শুরুতে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী ও শাহ মোহাম্মদ মাকসুদুল আলমসহ প্রয়াত সাংবাদিকদের স্মরণ ও তাদের জন্য বিশেষ দোয়া করা হয়।

সভায় চাঁদপুর প্রেসক্লাবের সব সদস্য হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব, মতলব উত্তর, হাইমচর, কচুয়া, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রায় ২০০ সাংবাদিক অংশগ্রহণ করেন।