সাতক্ষীরা প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন পরিষদের হলরুমে চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকাল চারটায় সময় চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাবের সদস্যবৃন্দ মুক্ত আলোচনা করেন।

আঞ্চলিক প্রেসক্লাবের নিজস্ব ঘর নির্মাণের জন্য আলোচনা করা হয় এবং সকলে একমত পোষণ করেন। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।

সভায় উপস্থিত ছিলেন চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ হাশেম আলী, কোষাধ্যক্ষ বাপ্পী সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, সদস্য মোঃ জাকির হোসেন, শিমুল হোসেন, মোঃ আব্দুস সালাম মোড়ল, মোশারফ হোসেন, বিশ্বজিৎ বসু