ডা. আজাদ খান,ব্যুরো চিফ, ময়মনসিংহ বিভাগ: জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই এর সাংবাদিক হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও যথাযথ প্রতিকারের দাবিতে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

১২ জানুয়ারি রোববার দুপুর ১টায় জামালপুর প্রেসক্লাব আয়োজিত ক্লাবের সকল সদস্য ও জামালপুরের কর্মরত সাংবাদিকরা স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদান এর সময় জেলা প্রশাসক হাছিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দ্রুত এর সমাধান করবেন বলে আশ্বাস দেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, দৈনিক সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক আলোচিত জামালপুর এর নিবাহী সম্পাদক সাযযাদ আনসারী প্রমুখ।

বক্তারা বলেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদাকে সামাজিক ভাবে হেয়পতিপন্ন করতেই ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ অপপ্রয়াসের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

উক্ত সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান সাংবাদিক ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান, ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোসতুজা বিল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, দফতর সম্পাদক মোঃ আহসান হাবীব সুমন, কার্যকরী সদস্য মোঃ ইব্রাহিম খান।

উল্লেখ্য, ৫ আগস্ট বিগত আওয়ামী লীগ দলীয় শেখ হাসিনার সরকারের পতনের পরও মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী সাইদুল ইসলাম শিপন। তিনি তার স্ত্রী সামসুন্নাহার সুমাইয়াকে দিয়ে গত ২৪ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধে হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে মেলান্দহ থানায় দ্রুত বিচার আইনে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যমূলক ভাবে একটি মামলা দায়ের করেন। সাইদুল ইসলাম শিপন উপজেলার কুলিয়া ইউনিয়নের সিঁড়িঘাট, তেঘুরিয়া এলাকার আজিজুল হক বাগু’র ছেলে। শিপন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় ত্রাসের রাম রাজত্ব কয়েম করেন। শিপনের ভয়ে এলাকার লোকজন তার অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পায়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার সকল অপকর্ম ঢাকতে এবং তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে এ মিথ্যা একটি মামলা দায়ের করেন।