নুরুজ্জামান সরকার | জেলা প্রতিনিধি (নীলফামারী): স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিবের কাছে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলাম হেনস্ত হাওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিমলা উপজেলা প্রেসক্লাব।
আজ বৃহস্পতিবার (২০- মে) সকাল ১১ ঘটিকায় নীলফামারী জেলার ডিমলা উপজেলা গোলচত্বরে মানববন্ধনে ডিমলা উপজেলা প্রেসক্লাব ও অঙ্গ সংগঠনের সকল সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখেন প্রেসক্লাব এর সভাপতি মাজহারুল ইসলাম লিটন।
তিনি বলেন আমরা সাংবাদিক সন্ত্রাসী নই।
আমাদের হাতিয়ার হল কলম।আমরা কলম দিয়েই সত্য লিখি।
সত্য লেখার দায়ে সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্থা হতে হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব দ্বারা এমন ঘটনাকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ২৪ ঘন্টার মাঝে সাংবাদিক রোজিনা ইসলাম কে নিঃস্বার্থভাবে মুক্তি দিয়ে জড়িতদের শাস্তির আওতায় আনা হোক বলে দাবি করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।