তালতলী (প্রতিনিধি) বরগুনা: বরগুনার তালতলী প্রেসক্লাবের কার্যকরী কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) রাত ১০ টার দিকে কুয়াকাটা হোটেল বীচ হ্যাভেন মিলনায়তনে শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাবেক সভাপতি হাফিজ আল মামুনের সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনার মি. মংচিন থান নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে বিদায়ী সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ সকল সদস্যদের উদ্দেশ্য বক্তব্য দিয়ে নব-নির্বাচিত সভাপতি গোলাম কিবরিয়া ও দ্বিতীয় বারের নির্বাচিত সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
শপথ নেওয়া সদস্যরা হলেন- সভাপতি গোলাম কিবরিয়া,সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ,যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ,প্রচার সম্পাদক জহিরুল ইসলাম রেন্টু,কার্যনির্বাহী সদস্য- জসিম উদ্দিন ও মু. আ. মোতালিব। এ ছাড়াও ভার্চ্যুয়ালি শপথ গ্রহণ করেন সহ সভাপতি ওমর ফারুক ও দপ্তর সম্পাদক হাফিজুর রহমান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।