নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থেকে নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের গতিশীল কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় নন্দীগ্রাম ব্যাসস্ট্যান্ড কফি হাউজে উক্ত জরুরী সভা অনুষ্ঠিত হয়।

নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল আহাদ, মিজানুর রহমান, আব্দুল গফুর, শাহিন আলম সাজু, শফিউল আলম প্রমূখ।

সভায় সদস্য ভুক্তির আবেদনের ভিত্তিতে সর্বোসম্মতি ক্রমে দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার সাংবাদিক মেহেদি হাসান কে সদস্য পদ প্রদান সহ সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সেই সাথে অত্র প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু সাঈদ দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকায় সর্বোসম্মতি ক্রমে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের বিষয়েও আলোচনা করা হয়।