বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্দোগে ঢাকার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে প্রেস কাউন্সিল এ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রনীত সাংবাদিকদের জন্ আচরন বিধি প্রতিপালন শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা বৃহস্পতিবার প্রেস কাউন্সিল মিলনায়তে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব( অতিরিক্ত সচিব) মোঃ শাহ আলম।
মতবিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, বাংলাদেশ বিনোদন সাংবাদিক ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, এফবিজেও এর মহাসচিব মোঃ শামসুল আলম, সাপ্তাহিক পত্রিকা পরিষদের মহাসচিব এস এম মোরশেদ, সাংবাদিক ফারুক হোসেন, জাতীয় সাংবাদিক কল্যান পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, সাপ্তাহিক পত্রিকা সম্পাদক পরিষদের যুগ্ন মহাসচিব মোঃ রফিকুল ইসলাম কাজল প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকদের সমন্বিত সমস্যা সমাধানে বাংলাদেশ প্রেস কাউন্সিল সব ধরনের ব্যাবস্থা গ্রহন করবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।