বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুর প্রেসক্লাব নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আজ বিরামপুর প্রেসক্লাবের নির্বাচন -২০২২ইং তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উপাধ্যক্ষ মোঃ মেসবাউল হক। তফসিল ঘোষণা সময় সহকারি নির্বাচন কমিশনার মোঃ ইকবাল হোসেন ও মোঃ আব্দুল রহিম উদ্দিন মন্ডল উপস্থিত ছিলেন।
উক্ত নির্বাচনী তফসিল ঘোষণা অনুযায়ী রোববার (৩০জানুয়ারি) ২০২২ ইং বিরামপুর প্রেসক্লাব এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনী তফসিল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সহকারি নির্বাচন কমিশনারদ্বয় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেন।
বুধবার (১৯জানুয়ারি) বিকেলে বিরামপুর প্রেসক্লাব (অস্থায়ী কার্যালয়) বিরামপুর মহিলা কলেজে এই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
জানতে চাইলে, প্রধান নির্বাচন কমিশনার উপাধ্যক্ষ মোঃ মেসবাউল হক বলেন, আমার উপন অর্পিত দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করবো এবং স্বচ্ছ,সুন্দর অবাদ সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে।
এসয়ম প্রেসক্লাবের সাংবাদিকদ্বয় আকরাম হোসেন, সিনিয়র ডা: নুরুল হক, হাফিজ উদ্দিন সরকার, মশিহুর রহমান, আঃ কুদ্দুস, মোস্তাফিজুর রহমান,আবু তাহের, ড.এনামুল হক, মাহমুদুল হক মানিক,মিজানুর রহমান, আবু মুসা,সেকেন্দার আলী, এসএম মাসুদ রানা, রায়হান কবির চপল, আব্দুর রউফ সোহেল, মাজারুল ইসলাম তামিম, সামিউল ইসলাম, মাহাবুর রহমান, আবু সাইদসহ অত্র বিরামপুর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।