শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাণিজ্য মেলা থেকে সংবাদ সংগ্রহ করে ঢাকায় যাবার পথে কাঞ্চন সেতুর পশ্চিমপাড় ব্রাক্ষ্মণখালী এলাকায় যমুনা টেলিভিশনের স্টাফ রির্পোটার আল আমিন হক অহনকে মারধর ও হামলা মামলার প্রধান আসামী আমির হোসেন বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাওছার আলম এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান। তিনি বলেন, গত শনিবার বিকেলে বাণিজ্যমেলা থেকে খবর সংগ্রহ করে ফেরার পথে সন্ত্রাসীদের সাইকের সাইড দেয়া নিয়ে হামলার শিকার হন সাংবাদিক আল আমিন হক অহন।
বেপরোয়া ভাবে আসামী আমির হোসেন বাবু ,কালাম সরকার , আমির হোসেনসহ কয়েকজনে মিলে কয়েকদফা আক্রমণ করে সাংবাদিক আল আমিন হক অহনের ওপর। রূপগঞ্জ থানা পুলিশ রাতেই প্রধান আসামী আমির হোসেন বাবুকে গ্রেফতার করে। সাতদিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠায় ।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়। মামলায় কোট পুলিশের পাশাপাশি রাষ্ট্রপক্ষে আইনজীবি হিসেবে শুনানীতে অংশ নেন সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট আওলাদ হোসেন ও এ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল। আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট এম এ রশিদ। আদালত উভয় পক্ষের শুনানী শেষে আমামী আমির হোসেন বাবুর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কলমকথা/বি সুলতানা