রাজশাহী প্রেসক্লাবের সাধারণ/সহযোগী সদস্য হওয়ার ফরম সংগ্রহ ও জমা দানের তারিখ আগামী ১৫ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজশাহী প্রেসক্লাবে আহবায়ক কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রেসক্লাবের সদস্য/সহযোগী সদস্য ফরম সংগ্রহ ও জমাদানে আগ্রহীরা উপরোক্ত সময়ের মধ্যে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজশাহী প্রেসক্লাব থেকে এই ফরম সংগ্রহ করতে পারবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৈনিক সংবাদপত্র (স্থানীয় ও জাতীয়), স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা প্রেসক্লাবের সদস্য হতে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে গণমাধ্যমে ন্যূনতম ৫ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতার প্রমাণ, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, এক কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র, বর্তমানে কর্মরত গণমাধ্যমের নিয়োগপত্র/পরিচয়পত্র সংযুক্ত করতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।