রুহিয়ায় দৈনিক প্রথম আলোর জ্যৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

 

মোঃ মানিক ইসলাম, ঠাকুরগাঁও (রুহিয়া থানা) প্রতিনিধি:

রুহিয়া থানা প্রেসক্লাবের আয়োজনে শনিবার (২২মে) বেলা ১১ টায় চৌরাস্তায় মোড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাংবাদিক নির্যাতন ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন পালিত হয়।

রুহিয়া থানা প্রেস ক্লাবের আয়োজনে মানবন্ধনে রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মো: আমিনুল হকের সভাপতিত্বে ও প্রচার প্রকাশনা সম্পাদক কুদরত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব, রুহিয়া থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাজহারুল ইসলাম বাদল, দপ্তর সম্পাদক কায়সার হোসেনসহ আরো অনেকেই।

উক্ত মানববন্ধনে ঠাকুরগাঁও জেলা সহ রুহিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাকে আটকে রেখে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।