মো:শামসুর রহমান হৃদয়, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার জেটিভির সাংবাদিক আখতার হোসেন খান ওপেল ও জিটিভি অনলাইন (গাইবান্ধা টিভি) এর সাংবাদিক খোরশেদ আলমের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচারের দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় বাংলাদেশ সাংবাদিক জোটের গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আসাদুজ্জামান মার্কেটের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক জোটের গাইবান্ধা জেলা দপ্তর সম্পাদক ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ শাহজাহান সিরাজ এর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ সাংবাদিক জোটের গাইবান্ধা জেলা সভাপতি মোঃ রেজাউন নবী রাজু, দৈনিক বজ্রশক্তি পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ জাহিদ হাসান মুকুল, গাইবান্ধা জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহ আলম, গাইবান্ধা জেলার রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম আলম।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক দেশেরপত্র পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ রিপন হাসান, জিটিভি অনলাইন (গাইবান্ধা টিভি) এর গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন শিরল,দৈনিক ঘোষণা পত্রিকার জেলা প্রতিনিধি লালচান বিশ্বাস সুমন, 71bangla টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম পরশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।