মাগুরা প্রতিনিধিঃ সচিবালয়ে পেশাগত দ্বায়িত্ব পালনকালে “দৈনিক প্রথম আলো”পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে দীর্ঘ সময় আটকে রেখে হেনস্তা ও হয়রানির প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মাগুরা প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২০ মে) দুপুর ১২টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাগুরা প্রেসক্লাবের আয়োজনে উক্ত মানববন্ধনে উপস্থিত বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খাঁন।

এসময় উপস্থিত ছিলেন মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি জিএম শওকত বিপ্লব রেজা বিকো, শালিখা প্রেসক্লাবের সভাপতি দীপক চক্রবর্তী ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সহ মাগুরা জেলা ও ৩টি উপজেলার প্রায় দুই শতাধিক সাংবাদিকবৃন্দ।

এছাড়াও এই মানববন্ধনকে সমর্থন জানিয়ে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী ও নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন। সেইসঙ্গে রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও পেশাগত দ্বায়িত্ব পালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।