নড়াইলের লোহাগড়ায় সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
লোহাগড়া প্রেসক্লাবের আয়োজনে শনিবার (২২ মে) সকাল ১০ টা৩০মিনিটের দিকে উপজেলা পরিষদের সামনের এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- লোহাগড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদরুল আলম টিটো । এছাড়া উপস্থিত ছিলেন, সাংবাদিক রুপক মুখার্জি, শাহাজাহান সাজু, সৈয়দ খায়রুল ইসলাম, বিপ্লব রহমান,রেজাউল,ওবাইদুর রহমান, কাজী লিটন, ইমরান হাসান,মোঃআজিজুর বিশ্বাস, মোঃ হাবিবুর রহমান, মাহফুজুর রহমান, ইমরান হাসান সহ বিভিন্ন ইউনিটির সাংবাদিক সুশিল সমাজের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য স্বাস্থ্য বিভাগের কিছু দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এর প্রেক্ষিতে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনকালে তাকে ৬ ঘন্টা আটক রেখে হেনস্থা করা হয়েছে। তার নামে ষড়যন্ত্রমূলক মামলা দেয়া হয়েছে।
সঙ্গতকারণে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।