প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের পেশাগত দায়িত্ব পালনের সময় আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহার নিঃশর্ত মুক্তির দাবিতে দাবিতে যশোরের মনিরামপুর উপজেলার রাজাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ মে বৃহস্পতিবার বিকাল ৫ টায় রাজগঞ্জ চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি সহসভাপতি এরশাদ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিশিষ্ট কবি সাহিত্যিক সন্তোষ দত্ত।

জয়যাত্রা টিভি চ্যানেলের যশোরের সাংবাদিক রাশেদ আলী মোঃ ফারুক হোসেন আইসিটি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দপ্তর সম্পাদক বিলাল হেলাল উদ্দিন সেলিম সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাকিব হোসেন , সাংবাদিক নির্যাতন বিরোধী সংগঠন ও জিমাউফা বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় গনমাধ্যম বিষয়ক সম্পাদক বিজয়রামপুর মধ্যপাড়া মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ রাজাগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন সাংবাদিক কোন দলের নয় সাংবাদিক সবার দেশের জন্য কাজ করে তাহলে কেন সাংবাদিক নির্যাতন হচ্ছে।

 

সারাদেশে এই সমাবেশ থেকে আমরা সরকারের নিকট জানাতে চাই সাংবাদিক নির্যাতন বন্ধ করাসহ সাংবাদিক নির্যাতন বিরোধীদের কঠোর শাস্তির বিধান করা হোক।