ডেস্ক:

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গাজীপুর জেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল ৩ টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পাশে জৈনা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শ্রীপুর উপজেলা কমিটির আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন বাচ্চুর সঞ্চালনায় :প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটি সহ- সভাপতি সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মেজবাহ উদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, সোহাগ রানা, সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বকুল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আজিজুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক রতন মিয়া, দৈনিক নবচেতনা সংবাদপত্রের শ্রীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক মুক্ত খবর সাংবাদপত্রের শ্রীপুর প্রতিনিধি আরিফ প্রধান, গাজীপুর সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন , মাতৃজগতের গাজীপুর ব্যুরো জাহাঙ্গীর আলম, সাংবাদিক জেমি শেখ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শ্রীপুর উপজেলা কমিটির সদস্য সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।

প্রসঙ্গত: বুধবার রাতে প্রাইভেট গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন সাংবাদিক সিদ্দিক। হঠাৎ রাস্তার মাঝে পথ রোধ করে হামলাকারীরা গাড়ি থেকে নামিয়ে জানতে চায় তুই কোন হাত দিয়ে লিখিস। সেই হাত কেটে ফেলবো বলে এলোপাথারী ভাবে লোহার রড হকিস্টিক দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে মৃত্যু নিশ্চিত জেনে রাস্তার মাঝখানে ফেলে দ্রুত সটকে পড়ে সন্ত্রাসীরা। সাংবাদিকদের কাছে এক সাক্ষাৎকারে আবু বক্কর সিদ্দিক বলেন, একটি সমিতির গ্রাহকদের সাথে লেনদেন প্রতারণার নিউজ প্রকাশ করা এবং বিভিন্ন সময় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
বক্তারা :আবু বকর সিদ্দিকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও ১২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মারাত্মক আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করেন। এ ব্যাপারে সিদ্দিকের স্ত্রী রুনা সিদ্দিকী বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলার অভিযোগ দায়ের করেন। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আল মামুন জানান, মামলা হয়েছে আমরা দ্রুত আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।