ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ কুষ্টিয়া, শুক্রবার ৯ ডিসেম্বর , ২০২২ঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাষ্ট্রের প্রচলিত ট্রাস্টি আইনে পরিচালিত একটি জাতীয় সংগঠন। দেশের নিবন্ধিত বিভিন্ন সংগঠন ভিন্ন ভিন্ন আইনে পরিচালিত হয়, তেমনি বিএমএসএফও রাষ্ট্রের প্রচলিত ট্রাস্টি আইনেই পরিচালিত হচ্ছে। বিএমএসএফ তার নিজস্ব নিবন্ধিত গঠনতন্ত্র অনুযায়ী ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হবে,এর বাইরে যাবার কোন সুযোগ নেই দাবি করে বাংলাদেশ মফস্বলের সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেছেন সংগঠন নিয়ে সাংবাদিকদের স্বার্থ রক্ষার বাইরে যাবার কোন সুযোগ নেই । যারা বিএমএসএফকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, ক্ষমতার অপব্যবহার করতে চাইছেন, নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার করছেন ,তাদের স্থান বিএমএসএফের মাঝে হবে না।
সাংবাদিকবান্ধব বিএমএসএফের মাঝে রাক্ষুসে সাংবাদিকদের স্থান যেমন অতীতে হয়নি ভবিষ্যতেও হবে না। বিএমএসএফ অতীতের চেয়ে এখন আরো বেশি শক্তিশালী দাবি করে নেতৃবৃন্দ বলেন, সংগঠনটি সাংবাদিকদের স্বার্থ, অধিকার এবং মর্যাদা রক্ষার আন্দোলনে বিগত ১১ বছর ধরে কাজ করছে, আগামীতে যেকোনো প্রয়োজনে কুষ্টিয়ার সাংবাদিকরা পাশে থাকবে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সভাপতি ও জাতীয় পরিষদ নেতা যথাক্রমে হাসিবুর রহমান রিজুর সভাপতিত্বে ও সম্পাদক নুরুন্নাহার সীমার সঞ্চালনায় সাংগঠনিক সেবা মাস উপলক্ষে এবং সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার রাতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পরিষদের নেতা ও আজীবন সদস্য মোস্তাক আহমেদ খান, জাতীয় পরিষদের নেতা ফয়সাল আজম অপু।
বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাসিবুর রহমান রিজু সাধারণ সম্পাদক নুরুন্নাহার সীমা, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান ,সাংগঠনিক সম্পাদক আবূ মনি এলিন ,প্রচার সম্পাদক ইমদাদুল হক মিলন ,নির্বাহী সদস্য এস এস রুশদী,আলামিন খান ,রাব্বি .মিশুক .সাহারিয়া ইমরান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু বিএমএসএফ ঘোষিত চৌদ্দ দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।