রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি নিউজের প্রোডিউসার আব্দুল বারীর (৩৫) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, হাতিরঝিল পুলিশ প্লাজার উল্টোদিকের সড়কের পাশে তার মরদেহ পড়ে ছিল। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ডিবিসি নিউজের যুগ্ম বার্তা সম্পাদক মুক্তাদির অনিক পুলিশের বরাত দিয়ে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

কাঁদতে কাঁদতে ছেলে হত্যার বিচার চেয়ে ডিবিসি নিউজ চ্যানেলের প্রডিউসার আব্দুল বারীর মা মোছা. আলেয়া খাতুন বলেছেন, আমার ছেলের তো কোন শত্রু ছিল না। তার বিয়ের কথাও চলছিল।

ঢাকায় মেসে কষ্ট করে থেকে চাকরি করতো সে। তাকে কি উদ্দ্যেশে নির্মমভাবে হত্যা করলো? আমার ছেলে হত্যার বিচার চাই। বুধবার দুপুরে সাংবাদিকদের উপস্থিতিতে এ দাবি জানান বারীর সাংবাদিকের বাবা-মা।

বিভিন্ন গণমাধ্যমে আব্দুল বারীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধারের খবর পেয়ে ভিকটিমের বড় ভাই আব্দুল আলীম মরদেহ আনতে ঢাকায় গেছেন বলে জানায় নিহতের পরিবার।

আব্দুল বারীর বাবা আবদুল্লাহ জানান, টেলিভিশন চ্যানেলে সংবাদ পরিবেশন বা প্রচার নিয়ে আব্দুল বারীর সাথে ঢাকায় কারও কোনো ঝামেলা ছিল কিনা জানেন না। কিন্তু সিরাজগঞ্জে তার কোনো শত্রু ছিলনা। এলাকায় আব্দুল বারী ছিলেন সকলের স্নেহভাজন।