কলমকথা ডেস্কঃ
আজ শনিবার বিকেলে উপজেলা প্রেসক্লাব মনিরামপুরে সংবাদ সম্মেলন করেন ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার নরিম উদ্দিন মালি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমান, সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী, প্রচার সম্পাদক আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক রাসেল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও নির্বাহী সদস্য মেহেদী হাসান।
আরো পড়ুন….
- মণিরামপুরে ইউপি সদস্যকে বেধড়ক মারপিট
- খুলনা মেট্রোপলিটন ষ্টেশনারী ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য নরিম উদ্দিন মালি বলেন, আমি গত ১২ এপ্রিল রাত্রে দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল আনোয়ারের বাড়ী হইতে ফেরার পথে রাত আনুমানিক ১টা সময় মোড়ল পাড়া ঈদগাহ্ পাশে আলমগীর হোসেনের বাড়ির পাশে পৌঁছালে আমার মোটরসাইকেল থামিয়ে স্থানীয় সেলিম মোড়ল, তবিবুর মোড়ল, এনামুল মোড়ল, নাজমুল মোড়ল, হাবিবুর রহমান মোড়ল-সহ অজ্ঞাতনামা আরো ৪/৫জন এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে।
পরে স্থানীয় এলাকাবাসী আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । আমি আমার নিরাপত্তা, আমার পারিবারিক নিরাপত্তা ও জনগণের সেবক হিসাবে সেবা করতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সুবিচারের আশা করছি। সংবাদ সম্মেলন চলাকালীন তিনি আরো বলেন, আমাকে আঘাতকারী সেলিম মোড়ল বলেন আমি এসপির বড় ভাই তুই আমাকে যা পারিস তাই করে নিস।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।