এসময় ঢাকা কলেজের অধ্যক্ষ বলেন, করোনা পরিস্থিতিতে ঢাকসাসে বৃক্ষরোপণ কর্মসূচি সত্যিই প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিত। বিশেষ করে ভেষজ ও ফলজ গাছ লাগাতে সবাইকে আহ্বান জানান তিনি।
সাংবাদিক সমিতির সভাপতি বিল্লাল হোসেন সাগরের সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার, সবুজবাগ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা আরা বেগম, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সনজিদা খাতুন, দক্ষিণ হলের প্রভোস্ট আনোয়ার মাহমুদ।
এছাড়া ঢাকসাস সহ-সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক এ জেড ভূঁইয়া আনাস, অর্থ সম্পাদক আবদুল হাকিমসহ ঢাকা কলেজ রোভার স্কাউট ও ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
এ সময় কলেজের গার্ডেনে নিম, কমলা, লেবুসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।