মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর থানায় দায়িত্বরত অবস্থায় হার্ট অ্যাটাক জনিত কারণে রবিউল ইসলাম (৪০) নামে এক পুলিশ কনস্টেবলের মুত্যু হয়েছে। সে মাগুরা জেলা পুলিশের বিশেষ শাখার ( ডি এস বি) সদস্য ছিলো। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার সদর উপজেলার বিষয়খালী গ্রামে।

জানা যায়, ২৪ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকায় মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা গ্রহণকারীদের দেখাশোনার দায়িত্ব পালন করছিলেন। নিজের স্বাস্থ্যের পরিক্ষার জন্য আউটডোর থেকে একটি টিকিট নিয়ে ডাক্তার দেখানোর জন্য সিদ্ধান্ত নেন। এসময় তিনি ৩য় তলায় করোনার টিকা গ্রহণকারীদের দেখার জন্য সেখানে যান এবং টিকা গ্রহণকারীদের বিশ্রামের জন্য রাখা বেঞ্চে বসেন।

বসার পর পরই তিনি হার্ট অ্যাটাক করে পড়ে যান। সাথে সাথে তাকে পাশের বেডে নেওয়া হয়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান ও ডিউটিরত ডাক্তার এসে তাকে মৃত অবস্থায় পান।

এবিষয়ে শ্রীপুর থানা সূত্রে জানা যায়, নিহত রবিউল একজন সক্রিয় ও কর্মঠ পুলিশ সদস্য।মঙ্লবার সকাল থেকেই সে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ হার্ট অ্যাটাকে তিনি মারা যান।তার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। তাঁর মৃত্যুতে পুলিশ সদস্যদের মাঝে ও তাঁর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।