বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কক্সবাজার জেলার মহেষখালী উপজেলার সহ-প্রচার সম্পাদক শ্রী শিপ্লব কান্তি দে কে রাতের আধারে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্বর্গীয় শ্রী শিপ্লব কান্তি দে, তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বুধবার বিকেলে জেলা যুব মহাজোটের অস্থায়ী কার্যালয় গোবিন্দ নগর মন্দির পাড়া এলাকায় এই শোক সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা যুব মহাজোটের আহবায়ক সাংবাদিক জয় মহন্ত অলকের সভাপতিত্বে

এসময় উপস্থিত ছিলেন যুগ্ন-আহবায়ক স্বপন দাস, সদস্য সচিব উত্তম কুমার রায়, সদর উপজেলা যুব মহাজোটের আহ্বায়ক অ্যাডভোকেট পরিতোষ চন্দ্র রায়, পৌর যুব মহাজোটের সদস্য সচিব অতুল মহন্ত, সুজন চক্রবর্তী, অনিক সরকারসহ অন্যান্যরা।

উল্লেখ্য…..

মহেষখালী উপজেলার আদিনা ঠাকুরতলা এলাকায় রাতে নিখোঁজের পর দুপুরে পাহাড়ের জিরি থেকে জীবন হরি দে এর পুত্র শিপ্লব কান্তি দে গলাকাটা লাশ উদ্ধার হয়।

গত সোমবার ৩০ শে মে বিকেলে ছোট মহেশখালী এলাকার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম না’কাটা জিরিছড়া নামক পাহাড়ের জিড়ি থেকে মহেশখালী থানা–পুলিশ লাশটি উদ্ধার করে।