বান্দরবানের তমব্রু সীমান্তে র্যাব ও ডিজিএফআই এর যৌথ অভিযানকালে সন্ত্রাসীদের গুলিতে ডিজিএফআইয়ের (বিমান বাহিনীর কর্মকর্তা) একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের একজন সদস্য আহত হন।
নিহত ডিজিএফআই কর্মকর্তার নাম রিজওয়ান রুশদী বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাত ১টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আইএসপিআর জানিয়েছে, র্যাব ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে সোমবার মাদক চোরাচালানকারীদের সঙ্গে দেশের অভ্যন্তরে বান্দরবানের তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হয়েছেন এবং র্যাবের একজন সদস্য আহত হন। আহত র্যাব সদস্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।