আজম খাঁন, বাঘারপাড়া (যশোর) : হাজার হাজার মানুষের অংশগ্রহণে জনাযার নামাজ অনুষ্ঠিত হল বাঘারপাড়া ডিগ্রী মহা বিদ্যালয়ের ব্যাবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মরহুম মোঃ শহিদুর রহমান এর।
শরিবার সকাল দশটায় যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মাথা ভাংগা ঈদগাহ মাঠে মরহুমের নামাজ এ জানাযা অনুষ্ঠিত হয়। মত্যুর কালে তার বয়স হয়ছিলা (৫৬) বসর।
স্যার শহিদুর রহমান সদর উপজেলার কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। মরহুম শহিদ দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি ভারত থেকে চিকিৎসা গ্রহণকালীন শেষ সময়ে ঢাকার শ্যমলী স্পসালাইষ্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার (১৪ অক্টোবর-২০২২) জুম্মাবাদ ইন্তেকাল করেন।
জানাযার নামাজ শেষে তাকে কচুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
এদিকে অধ্যাপক শহিদের অকাল মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাঘারপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, উপাধ্যক্ষ জাকির হোসেন সহ কলেজ পরিবারের সকল শিক্ষক- কর্মচারীগন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।