তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: রাত পোহালে ঈদ অর্থাৎ আগামিকাল বৃহস্পতিবার পালিত হবে ঈদুল আযাহা কিন্তু  ভাঙ্গায় অ্যম্বুলেন্স দুর্ঘটনায় নিহতদের পরিবারে নেই ঈদ আনন্দ। আনন্দের পরিবর্তে পরিবারে আছে শুধু শোকের ছায়া। আপনজনদের হারানোর শোক কোনভাবেই কাটিয়ে উঠতে পারছে না পরিবারের সদস্যরা।
বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামের নিহত তাসলিমা বেগমের ভাশুরের ছেলে মো. ইমরান হোসেন বলেন, ঈদ আনন্দ বলে কিছু নেই আমাদের পরিবারে। আমরা এখনও শোক কাটিয়ে উঠতে পারছিনা। বাড়িতে থাকা নিহত চাঁচির এক মেয়ে চায়না বেগম (২৫) ও এক ছেলে আনিস শেখ (১৮) এখনও শোকের মধ্যে রয়েছে। আমার চাচা (তাসলিমার স্বামী) আজিজার শেখ বিদেশে রয়েছে। তাকে ঘটনা জানানো হয়েছে। তিনি হয়তো ঈদের পরে ছুটি পেলে বাড়ি আসতে পারে। অপরদিকে তিন সন্তানসহ স্ত্রীকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন উপজেলার শেখর ইউনিয়নের মাইটকোমরা গ্রামের আলমগীর খান। তিনি মোবাইল ফোনে বলেন, যাদের নিয়ে ঈদ করবো তারাইতো আমায় ছেড়ে চলে গেছে। কত আশা করেছিলাম এক সঙ্গে ঈদ করবো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আমাকে একা ফেলে  তাঁরা হারিয়ে গেল। স্ত্রী, সন্তানদের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন আলমগীর খান।