মণিরামপুরের স্বনামধন্য চিত্রশিল্পী প্রনব কুমার মন্ডল (৩৫) ভক্তদের কাঁদিয়ে অকালে চলে গেলেন না ফেরার দেশে। সে মনিরামপুর পৌর এলাকার হাকোবা গ্রামের মৃত: সাহাদেব মন্ডলের পুত্র। তিনি দীর্ঘদিন কানের সমস্যায় ভুগছিলেন। এ জন্য তিনি দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েছেন। এ অবস্থায় কিছুদিন পূর্বে তিনি ব্রেনস্ট্রোকেও আক্রান্ত হন এবং সর্বশেষে বাড়িতে তার চিকিৎসা চলছিল। চিকিৎসাধিন অবস্থায় গতকাল রোববার সকাল সাড়ে ৭ টায় নিজ বাড়ীতেই মৃত্যুবর করেন। এদিন দুপুরেই হাকোবা মহাশ্মশানে তার দাহন সম্পন্ন হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রনবের আত্মীয় মনিরামপুর সরকারী কালেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আনন্দ মোহন।
মৃত্যুকালে মা, স্ত্রী, ১ কন্যা সন্তানসহ অসংখ্যা গুনাগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।