মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটায় একজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ঐ প্রবাসী উপজেলার নহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামের মোঃ বাচ্চু মোল্যার পুত্র আলমগীর হোসেন (২৬)।
পরিবার ও এলাকা সূত্রে জানা যায়, গত ২০ জুন কর্মস্থল মিশরে ৫ তলা ভবন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। ৪ বছর পূর্বে ভাগ্যের পরিবর্তন ঘটাতে কৃষক পরিবার থেকে ধারদেনা করে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ মিশরে।
মিশর গিয়ে প্রায় ৩ বছর পর গত এক বছর আগে দেশে এসে পরিবারের সাথে দেখা করে আবারও ফিরে যান প্রবাসে।দূর্ভাগ্যবশত গত ২০ জুন ২০২৩ একটি বহুতল ভবনের ৫ তলা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে এলাকাবাসী জানায়।
 তার পরিবারে মা,বাবা ও একটা ছোট ভাই রয়েছে।
আজ বুধবার (২৮ জুন) নিহত আলমগীর এর মরদেহ বাংলাদেশের বিমানবন্দর থেকে নিহতের পরিবার গ্রহণ করে গ্রামের বাড়ি চাকুলিয়া’য় নিয়ে আসেন।এসময় পুরো এলাকার লোকজন শেষ বারের মতো  একনজর দেখার জন্য নিহতের বাড়িতে এসে ভীড় করে।এঘটনায় পরিবার সহ পুরো এলাকায় চলছে শোকের মাতম।
এসময় ওই গ্রামের ইউপি সদস্য মোঃ খালিদ হোসেন টোকন বলেন,ছেলেটি খুবই ভালো ছিলো। ঐ ছেলেটার উপর নির্ভরশীল ছিল পুরো পরিবার। তিনি আরও বলেন প্রবাসীদের জন্য সরকারের যদি কোন সহযোগিতা থাকে তা যেন নিহতের পরিবার পায় সেদিকে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।