মাগুরা প্রতিনিধি, মাগুরাঃ জন্মভূমি বাংলাদেশেের টানে জীবন বাজি রেখে যুদ্ধ করা এবং মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার বিভিন্ন প্রমাণপত্র থাকা সত্বেও মাগুরার মহম্মদপুর উপজেলার নারানদিয়া গ্রামের ময়েনউদ্দিন মোল্লার মেলেনি মুক্তিযোদ্ধার কোনো স্বীকৃতি।
স্বাধীনতার এই সূবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে সার্টিফিকেট, প্রত্যায়নপত্র এবং প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে ঘুরে বেড়িয়েছেন দ্বারে দ্বারে।
তবুও হয়নি কোন সুরাহা। মনের সাধ বুকে চাপা রেখেই মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের নারানদিয়া গ্রামের ময়েনউদ্দিন মোল্যা ৩১ মার্চ বৃহস্পতিবার রাত অনুমান ১.৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ১৯৭১ সালে রনাঙ্গন কাঁপানো এই বীর যোদ্ধা ৮৭ বছর বয়সে এসে দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যু কালে তিনি স্ত্রী,সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এলাকা ও পরিবার সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধকালীন সময়ে বৃহত্তর যশোর জেলার পালবাড়ি রাস্তার মোড়, মাগুরা মহম্মদপুরের নহাটা,জয়রামপুর, এবং মহম্মদপুরসহ আরো কয়েকটি স্থানে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু স্বাধীনতার অর্ধশত বছর পার হয়ে গেলেও মেলেনি মুক্তিযোদ্ধার কোনো স্বীকৃতি, পাননি কোনো সুযোগ সুবিধাও। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নহাটা ইউনিয়ন কমান্ড, উপজেলা কমান্ড, মাগুরা জেলা কমান্ড কর্তৃক প্রত্যায়ন পত্র,বীর প্রতীক গোলাম ইয়াকুব মোল্যার দেওয়া সনদ সহ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর দেওয়া সার্টিফিকেট ছিল তার।
অ-সাবধানতা বসত হারিয়ে ফেলেন জনাব এমএজি ওসমানীর দেওয়া সেই সনদ। এ বিষয়ে মহম্মদপুর থানায় একটি ডায়েরিও করেছিলেন তিনি। সকল কাগজপত্র নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত অনেকের দ্বারে দ্বারে ঘুরেছেন। আরও জানা যায়, তিন বছর আগে মুক্তিযোদ্ধার তালিকায় নামের জন্য সকল যাচাই-বাছাই শেষ হয়,তাতে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে সকল প্রমাণ দেখাতে সক্ষম হন। কিন্তু পরিতাপের বিষয় হলো সে তালিকাটি বন্ধ হয়ে যায়, সেটা আর প্রকাশ হয়নি। মনে খুব আক্ষেপ দেশের জন্য জীবনবাজি রেখে এত কিছু করার পরও স্বীকৃতি টুকুও পেলেন না।
জাতির এই সূর্য সন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই আহাজারি করছেন। বৃহস্পতিবার সকাল ১১.৩০ ঘটিকায় জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।