খুলনার পাইকগাছায় শ্রদ্ধা ভালোবাসায় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন লস্কর ইউনিয়ন আ’লীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা সানা।
তাঁর মৃত্যুতে খুলনা-৬ ( পাইকগাছা-কয়রার) এমপি মো: আক্তারুজ্জামান বাবু সহ উপজেলা-ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ মরুহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন।
শুক্রবার জুম্মার নামাজের পর দাফনপুর্ব মরুহুমের জীবনবৃতান্ত তুলে ধরে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু,পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ’লীগের সাবেক ভার: সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোড়ল রশীদুজ্জামান,প্রভাষক ময়নুল ইসলাম,মরুহুমের ছেলে নাজমুস শাহাদৎ জজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু আনন্দ মোহন বিশ্বাস,লস্কর ইউপি চেয়ারম্যান নৌকার প্রার্থী কে,এম,আরিফুজ্জামান তুহিন,জাপার সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, আ’লীগ নেতা বিজন বিহারী সরকার,বিভুতী ভুষন সানা, স্নেহেন্দু বিকাশ, নরেন্দ্র নাথ মন্ডল,জেলা যুবলীগ নেতা জসিমউদ্দীন বাবু, এ্যাডঃ ইদ্রিসুর রহমান মন্টু,আবুল কালাম আজাদ,যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম,আকরামুল ইসলাম,মানবেন্দ্র মন্ডল, গৌতম রায়,প্রসেন ঢালী, দেবব্রত মন্ডল, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।জানাজা শেষে খড়িয়া খালপাড় গোড়া জামে মসজিদের পাশ্বে তাকে কবরস্থ করা হয়।
পারিবারিক সুত্র জানায়, গোলাম মোস্তফা সানা করোনা আক্রান্ত হয়ে ইতোপূর্বে খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ২-৪৫ মিনিটে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ১ ছেলে ২ কন্যা সহ বহু গুনগ্রাহী আত্মীয় স্বজন আপনজন রেখে গেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।