আজম খান,বাঘারপাড়া(যশোর):  যশোরের বাঘারপাড়া উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা বর্তমানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাঘারপাড়ার লক্ষীপুর গ্রামের ফয়জুল ইসলাম বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
এর আগে বুধবার পেটে গ্যাস ফর্ম করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফয়জুর লক্ষীপুর গ্রামের আবু বক্কর শিকদারের ছেলে। এদিকে ফয়জুরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রণজিৎ কুমার রায় এমপি।
এসময় শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমেবেদনা দিতে মরহুমের বাড়িতে ছুঁটে যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব সোলায়মান হোসেন বিশ্বাস , যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ মিল্টন। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।