আজম খান, বাঘারপাড়া(যশোর): ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমালেন বাঘারপাড়ার প্রিয় মুখ গোলাম রসুল।
রসুল উপজেলার নিত্যানন্দপুর গ্রামের মৃত্যু দাউদ খাঁ’র পুত্র ছিলেন। সে কর্ম জীবনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফের ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। দীর্ঘ একযুগের ও বেশি সময় ভাইস চেয়ারম্যানের চালক থাকায় সকলের প্রিয় মুখ হয়ে ওঠেন রসুল।
শনিবার সকালে তার নামাজে জানাযা মহিরন মহিউসুন্নাহ কওমি মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ,বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান আলী, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, সাবেক পৌর মেয়র খলিলুর রহমান বিশ্বাস, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি: বিপুল ফারাজি, জেলা পরিষদের সাবেক সদস্য শাহা মুকিত জিলানী, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, জাকির হোসেন, রবিউল ইসলাম, সাবেক অধ্যক্ষ মাওলানা হায়দার আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উল্লেখ্য গোলাম রসুল কয়েকমাস আগে মরন ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। উন্নত চিকিৎসায় ভারতে গমন করলে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা শেষ পযার্য়ে পৌছেছে বলে জানান।
শুক্রবার দেশে ফিরে ঢাকা মহাখালি ক্যান্সার হাসপাতালে ভর্তি হন সেখানে রাত সাড়ে আটটার দিকে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে সে স্ত্রী দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।