লোকসংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের মা উজালা বেগম (৭৫) আর নেই।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী সজল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। সজল হোসেন জানান, দীর্ঘদিন ধরে লিভারজনিত অসুস্থতায় ভুগছিলেন উজালা বেগম। গত ১৫ সেপ্টেম্বর সকালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এদিন তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে আবারো তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে মারা যান তিনি। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাদ জোহর সিংগাইরের বাউল কমপ্লেক্সে স্বামী মধু বয়াতির পাশেই তাকে দাফন করা হবে বলেও জানান তিনি। উজালা বেগমের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও মানিকগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন শ্রেণির মানুষ শোক জানিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।